'মান্য বাংলা চলিত ভাষা' কতটা মান্যতা পাবার যোগ্য?
Thread poster: Sumit Sarkar
Sumit Sarkar
Sumit Sarkar  Identity Verified
India
Local time: 16:56
Member
English to Bengali
+ ...
Dec 28, 2009

সাম্প্রতিক কালে পশ্চিম বঙ্গে একটা (রাজ্য)সরকারী প্রবণতা দেখা যাচ্ছে বাংলা ভাষাকে পরিমার্জন করার।

সরকারী ভাবে তারা যে ভাষাকে মান্যতা দিতে চাইছেন সেটা আসলে শহুরে কলকাতার 'ভদ্রলোক'-দের �
... See more
সাম্প্রতিক কালে পশ্চিম বঙ্গে একটা (রাজ্য)সরকারী প্রবণতা দেখা যাচ্ছে বাংলা ভাষাকে পরিমার্জন করার।

সরকারী ভাবে তারা যে ভাষাকে মান্যতা দিতে চাইছেন সেটা আসলে শহুরে কলকাতার 'ভদ্রলোক'-দের ভাষা। কিন্তু প্রশ্ন হল এই 'মান্য বাংলা চলিত ভাষা' বাংলা বলে পরিচিত ভাষাটি পশ্চিম বঙ্গ আর বাংলাদেশের মধ্যে যে বিভিন্ন আঞ্চলিক ভাষা পরিচিত আছে তার উপরে আধিপত্য স্থাপনের প্রচেষ্টা নয় কি? পাশাপাশি আমরা কোথাও এই আঞ্চলিক ভাষাগুলি নিয়ে গবেষণা বা উৎসাহ দেবার কোনো উদ্যোগ দেখি না। এই ব্যাপারটাও কি সেই একই ইঙ্গিত বহন করছে না? তাছাড়া 'শ্রেণী' লেখা চলবে না, 'শ্রেণি' লিখতে হবে; 'কোষ' লিখলে ভুল, 'কোশ' লিখতে হবে -- এগুলো কি তুঘলকি ফরমান মনে হয় না?

আসলে একটা প্রবণতা পৃথিবীর সর্বত্র দেখা যাচ্ছে -- সহনশীলতার অভাব (ইনটলারেন্স)। ভাষার ক্ষেত্রেও সেটা সত্যি। একজন অনুবাদকের দৃষ্টিকোণ থেকে তো বটেই, সাধারণ ভাবেই এই বৈচিত্র্যহীনতার পূজো কি মেনে নেওয়া যায়? শহুরে বাংলা ভাষা অনেকেই জানেন, কিন্তু শিলেটী, চট্টগ্রামী, পশ্চিম মেদিনীপুরী বা পূর্ব সিংভূমের আঞ্চলিক বাংলা ভাষায় কয় জন অনুবাদক আছেন? অভিষ্ট জনগণ (টার্গেট পিপল) হিসাবে এই ধরনের মানুষের সংখ্যাগত গুরুত্ব খুব একটা কম কি? ব্যবসায়িক দিক থেকে এই ভাষাগুলোর গুরুত্ব ভেবে দেখার সময় এসেছে। কারন এই সব অঞ্চলেও একটা যথেষ্ট বড় সংখ্যক মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণির উদ্ভব ঘটেছে। বাজারের দৃষ্টিকোণ থেকেও এই সকল ভাষার গুরুত্ব কম হবার কথা নয়। তবে সবচেয়ে বড় সুখের কথা হল বাংলা সাহিত্যে কিন্তু এই আঞ্চলিক ভাষাগুলি খুব একটা কম গুরুত্ব পায় নি। সাহিত্যিকদের ধন্যবাদ জানানো উচিত।

বাংলাদেশে এই ধরনের তথাকথিত 'মান্য বাংলা চলিত ভাষা' গঠনের উদ্যোগ আছে কি? কেউ জানালে ভাল হয়। আঞ্চলিক বাংলা ভাষাগুলি নিয়ে আলাদা একটা বা কয়েকটা ফোরাম গঠনের উদ্যোগ নিলে ভাল হয়।
Collapse


 
Md Abu Alam
Md Abu Alam  Identity Verified
Bangladesh
Local time: 17:26
Member (2009)
English to Bengali
+ ...
SITE LOCALIZER
মান্য বাংলা চলিত ভাষা Aug 4, 2010

মান্য বলতে আপনি সম্ভবত প্রমিত (standard) শব্দটিকে বুঝাতে চাইছেন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে প্রমিত বানান ও উচ্চারণের বিষয়টি যথেষ্ট আলোচিত হলেও ভাষার ক্ষেত্রে সেটি তেমন প্রকট নয়। তবে একটি প... See more
মান্য বলতে আপনি সম্ভবত প্রমিত (standard) শব্দটিকে বুঝাতে চাইছেন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে প্রমিত বানান ও উচ্চারণের বিষয়টি যথেষ্ট আলোচিত হলেও ভাষার ক্ষেত্রে সেটি তেমন প্রকট নয়। তবে একটি প্রমিত চলিত ভাষা এদেশে বহুকাল ধরেই ব্যবহৃত হয়ে আসছে। মূলত কথ্য হলেও সাহিত্যেও সমানভাবে তার প্রচলন রয়েছে। আর সাম্প্রতিক প্রবণতার কথা বলতে গেলে বলতে হয় চলিত ভাষাই বর্তমান সাহিত্যের মূল মাধ্যম। যে বিষয়টি আপনাকে জানানো দরকার তা হল এই, বাংলাদেশে বর্তমানে চলিত ভাষা চর্চার ক্ষেত্রে কোন সুনির্দিষ্ট প্রমিত মান নেই। প্রায়ই দেখা যায় যে আধুনিক লেখকগন নিজেদের মত, ইচ্ছা ও রুচি অনুযায়ী ভাষা চর্চা করেন।Collapse


Miraj Mustafa
 


There is no moderator assigned specifically to this forum.
To report site rules violations or get help, please contact site staff »


'মান্য বাংলা চলিত ভাষা' কতটা মান্যতা পাবার যোগ্য?






TM-Town
Manage your TMs and Terms ... and boost your translation business

Are you ready for something fresh in the industry? TM-Town is a unique new site for you -- the freelance translator -- to store, manage and share translation memories (TMs) and glossaries...and potentially meet new clients on the basis of your prior work.

More info »
Trados Studio 2022 Freelance
The leading translation software used by over 270,000 translators.

Designed with your feedback in mind, Trados Studio 2022 delivers an unrivalled, powerful desktop and cloud solution, empowering you to work in the most efficient and cost-effective way.

More info »